পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের সামার-২০২৩ সেমিস্টারের মাস্টার্স ও বি.এ অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের একাডেমিক পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়েছে। ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ৩১ মে, ২০২৪ শুক্রবার বিকাল ৩টায় মূল একাডেমিক ভবনের ২০৫ নং কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পিইউবির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা-বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, পিএইচ-ডি পিইউবির ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই ফজলুল এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আনসার আলী তালুকদার, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. আতর আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন টিএমএসএস এর উপদেষ্টা সঞ্জন কুমার দাস, বিওটি সদস্য আয়শা বেগম।
ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. ইশতিয়াকুল আলম মামদূদ এর সভাপতিত্বে এবং ড. ইমতিয়াজুল আলম মাহফুজ এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. এফএমএএইচ তাকী। ইসলামিক স্টাডিজ বিভাগের সামার-২০২৩ সেমিস্টারে একাডেমিক পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কৃত হন বিএ অনার্স প্রোগ্রামের শিক্ষার্থী জান্নাতুল নাঈমা, কাজী রাদ রেদোয়ান, সোনিয়া খাতুন এবং মানসুরা আক্তার মীম। এমএ (২বছর) প্রোগ্রামে পুরস্কৃতরা হলেন মোঃ এনামুল হক, মোঃ সানাউল্লাহ, মোঃ আব্দুল মান্নান এবং মোছাঃ মোহনা খাতুন। এছাড়া ক্লাসে উপস্থিতির ভিত্তিতেও শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।